মো. আরাফাত সানি, টেকনাফ।
টেকনাফে বাহারছড়া ইউনিয়নে হলবুনিয়াতে বিয়ে বাড়ীতে সংগঠিত দস্যুতার দুই আসামি গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার।
শনিবার (০৬ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
তিনি জানান- গত (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবুনিয়াতে জনৈক গিয়াছ উদ্দিন এর বিবাহ শেষে নববধূকে তাহার বাড়ীতে আনিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক লাগাইয়া বন্দুকহাতে বিয়ে বাড়ীতে প্রবেশ করিয়া উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মারিয়া নববধূ হালিমাতুস সাদিয়ার ডান কানে থাকা ৪ (চার) আনা ওজনের স্বর্ণের দুল, ১ভরি ওজনের গলার স্বর্ণের নেকলেস, গলায় থাকা সিটি গোল্ড এর একটি চেইন এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
পরে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখা এর প্রযুক্তিগত সহযোগিতায়, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানা মোঃ আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রাসেল (৩২) পিতা-আবুল মঞ্জুর,সাং-উলুচামারী(কোনাপাড়া), ইউ/পি-হ্নীলা, AP-খারনখালী, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে হোয়াইক্যং ঢালারমুখ হইতে গত ০৫/০৫/২০২৩ তারিখ রাত ১১.১০ ঘটিকার সময় গ্রেফতারপূর্বক তার স্বীকারোক্তি মতে ঘটনায় লুন্ঠিত মোবাইল ফোন vivo v2le খারনখালী এলাকায় মোঃ ইউনুছ (১৯) , পিতা- মৃত আবুল মঞ্জুর, সং- পূর্ব মহেষখালীয়া পাড়া, হোয়াইক্যং,থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর হেফাজত হতে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল (৩২) এর বিরুদ্ধে দুইটি খুন মামলা, একটি অস্ত্র আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং ৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com