মোঃ আরাফাত সানি, টেকনাফ কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর পক্ষ থেকে উপজেলার দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে সেন্টমার্টির ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান নিদের্শনায় দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, ১ নং ওর্য়াডের মেম্বার আকতার কামাল, ২নং ওর্য়াডের মেম্বার মো: জুবায়ের, ৫ নং ওর্য়াডের মেম্বার সামশুল ইসলাম, ৬ নং ওর্য়াডের মেম্বার সৈয়দ আলম, ৮ নং ওর্য়াডের মেম্বার ফয়জুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা অফিসের ইন্জিনিয়ার সুবোধ মন্ডল এবং সুশীলের আলমগীর রেজা,পলাশ কুমার রায়, সেলিম প্রমূখ।
এমন ঘূর্ণিঝড় মহা দুর্যোগে উক্ত খাবার পেয়ে সুশীলনের নির্বাহী প্রধান মুস্তফা নূরউজ্জামানের প্রতি ফোনের মাধ্যমে দ্বীপবাসীর পক্ষ থেকে সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।
সুশীলন এর কর্মতর্তা আরও জানান, আমাদের এর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com