মোঃ আরাফাত সানি/ সাইফুল ইসলাম, টেকনাফ।
ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল" আর নয় হয়রানি ২৮ দিনে নামজারি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে দিবসটি উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি টেকনাফ শহরের শাপলা চত্ত্বর হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসাইন, টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সদর ইউনিয়নের (ভূমি সহকারী কর্মকর্তা) মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আজ উপজেলা ভূমি অফিস থেকে হতদরিদ্র ৩১টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইনে ই-নামজারি,দালাল প্রতারক থেকে সেবা প্রার্থীদের হয়রানি বিষয়ে সচেতনতা প্রদান করা হয়।
প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com