মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখা আওতাধীন সাবরাং ইউনিয়ন শাখা শ্রমিক লীগের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলার শাখার কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ সাবরাং ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দেন টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া।
উক্ত কমিটিতে সাদ্দাম হোসেনকে আহবায়ক ও আমান উল্লাহকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার
সভাপতি শাহজাহান মিয়া মার্শাল জানান, জননেত্রী শেখ হাসিনা ও উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি এবং জেলা পরিষদ সদস্য জাফর আহমেদ হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয় করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
এ সময় নবনির্বাচিত আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন- আমাদের উপর অর্পিত দায়িত্ব জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ও টেকনাফ উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়ার নেতৃত্বে যে কোন আন্দোলন সংগ্রামে কাজ করবো ইনশাআল্লাহ।###
Leave a Reply