সংবাদ দাতা
টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার খায়ের বশরের উত্থানের পেছনে মাদকচিন্তায় ও ব্যবসার গল্প বলে অভিযোগ স্থানীয়দের। কিছু দিন আগেও যাহার কিছু ছিলনা তাহার এখন রয়েছে একাধিক দালান ঘর বাড়ি, জমি জামা ও বিভিন্ন প্রকার ব্যবসা বানিজ্য। মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার বদৌলতে তাহার কপালে যেন ফুল ফুটেছে। কিছু রোহিঙ্গা মাদক কারবারি মিয়ানমার থেকে মাদক এনে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তাহার বাড়ির সামনের পথ দিয়ে যেতেই অনেকের মাদক চিন্তায় করেছেন বলেও জনশ্রুতি রয়েছে । পরে ওই মাদক চালান হয় বিভিন্ন মাধ্যমে দেশের আনাচে কানাচে। যার কারণে মাদক বন্ধ হচ্ছে না বলে অভিমত স্থানীয়দের। এ অবস্থা হতে উত্তোলনের জন্য তাকে আইনের আওতায় আনার দাবি করেছেন অনেকেই। সে জাদিমুড়া এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে। গত কিছু দিন আগেও ইয়াবা সহ তার স্ত্রী ও সৎ ভাই ইয়াবা সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলেও জানা গেছে। তাহার বিরুদ্ধে কেউ মাদক বানিজ্যের কথা বললে তাকে কৌশলে মাদক দিয়ে ফাঁশিয়ে দিবেন বলেও এলাকার যুবকদের হুমকি দেন বলে জানাগেছে।
এ বিষয়ে খায়ের বশরের সাখে মোবাইলে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এলাকার শত্রুরা সাংবাদ কর্মিদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমার কোন মাদকের ব্যবসা নেই।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com