নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের
৫নং ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দীন(২৫)নামের এক জেলের লাশ বঙ্গোপসাগরের কূলে ভেসে এসেছে। বৃহস্পতিবার (২০জুলাই) ভোরে উখিয়া উপজেলার ছোঁয়ান খালী সমুদ্র এলাকায় জেলেরা ঘোরাঘুরি করার সময় ওই লাশটি দেখতে পায় বলে জানাগেছে । পরে লাশের পরিচয় জানতে এলাকায় খবর দিলে তাহার স্বজনেরা গিয়ে মৃত দেহের পরিচয় নিশ্চিত করেন বলে জানিয়েছে ওই এলাকার বাসীন্দা মোঃ সরওয়ার। সে টেকনাফ বাহার ছড়া এলাকার নুরুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে হলবনিয়া ঘাট থেকে নৌকা যোগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে মাঝ সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকা টি ডুবে যায় বলে জানিয়েছে এলাকা বাসী। তবে ওই নৌকায় থাকা সব জেলেরা সাতরিয়ে কুল ধরতে পারলেও হেলাল স্রোতের টানে সাগরে ভেসে যাওয়ার সংবাদে এলাকা বাসী তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করলে সকালে তার মৃদ দেহ পাওয়া যায়।
এ বিষয়ে টেকনাফের সিনিয়র মৎস অফিসার দেলোয়ার হোসেন জানান, ৫৫ কিলোমিটার উপকূল, ৪২ টা ঘাট, মোবাইলকোট অভিযান চলমান, কেউ যদি ফাঁকি ফুঁকি দিয়ে চলে যায় আমরা কয়টা পাহাড়া দিতে পারব।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ জোবাইর সৈয়দ জানান, ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। তবে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com