কক্সবাজার টেকনাফ সাবরাং ইউপির ৪ নং ওয়ার্ড বাজার পাড়াস্থ পুরাতন বাজারের পুর্ব পার্শ্বে অবস্থিত দীর্ঘ ২ শত বছরের ১ নং খতিয়ানের পুরাতন সরকারি খাল জোরপূর্বক ভাবে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আলী আহমদ নজির আহমদ ও আলী আকবর গংদের বিরুদ্ধে।
এ বিষয়ে গত (১৯ জুলাই) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে উক্ত খাল দখল মুক্ত করতে লিখিত অভিযোগ করে সদয় অবগতির জন্য সহকারি কমিশনার ভুমি টেকনাফকে অনুলীপি প্রেরণ করেন।
এলাকাবাসীর দেওয়া অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায় উল্লেখিত দখলদাররা উক্ত সরকারি রাস্তা কেটে খাল ভরাট করে অবৈধভাবে মাছের ঘের করে ভোগ খাল দখল করছে।
ঐ রাস্তার পুর্ব পার্শ্বে মৃত ওয়ালী আহমদ ও মৃত এজাহার মিয়া কেরানীর খতিয়ান ভুক্ত জায়গা রয়েছে। যার বি এস দাং ৮৪৬০/৮৪৬১ দাং হতে বেড়ি বাধের মাটি বিক্রি করে উক্ত খাল খনন করে তারই পুর্ব পার্শ্বে বড় আকারের বাধ দিয়ে প্রায় ২০/২৫ একর খাল অবৈধভাবে দখল করে লবণ ও মাছের ঘের করছে।
ঐ বাধের পশ্চিম পার্শ্বে কৃত্রিম খাল খনন করার কারণে জনসাধারণের চলাকালের রাস্তা বর্তমানে ডুবু -ডুবু অবস্থায় রহিয়াছে। এদিকে ঐ রাস্তার পশ্চিম পার্শ্বে মৃত হাজ্বী আব্দুল করিম ও তার ওয়ারিশ গনের ৯ একর খতিয়ান ভুক্ত লবণের মাঠ বিদ্যমান আছে।
উক্ত খালে মৎস আহরণ করে টেকনাফ ও সাবরাং এর প্রায় ১ হাজারের ও অধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবার জীবিকা নির্বাহ করে। বর্তমানে খালের উপর অবৈধভাবে বাধ নির্মাণ করায় তারা জীবিকা নির্বাহ করতে পারছেননা। অপরদিকে এই বর্ষা মৌসুমে আশপাশের জমি বিলীন আশঙ্কায় রয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
অতএব,নজির আহমদ গংদের বিরুদ্ধে তদন্ত পুর্বক যথাযত ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভুমি টেকনাফ কে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে প্রধান অভিযুক্ত নজির আহমদ এর জানতে চাইলে তিনি বলেন- আমার সরকারি খালের উপর রাস্তা কেটে মাছের ঘের করিনি আমারা আমাদের পৈত্রিক সম্পত্তির উপর মাটি কেটে বাধ নির্মান করেছি।
অভিযোগের বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ কামরুজ্জামান বলেন- সাবরাংয়ে দীর্ঘ দিনের একটি পুরাতন খাল অবৈধভাবে দখল করে মাটি কেটে ঘের নির্মান করেছে মর্মে একটি অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনার ভূমিকে সরজমিনে গিয়ে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।