শেখ রাসেল, কক্সবাজার
কক্সবাজারে বন্যাদুর্গত মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা, ফাঁসিয়াখালী ও হারবাং ইউনিয়ে আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দি হয়ে পড়া বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন তারা।
বন্যাকবলিত মানুষের পাশে সমাজের বিত্তশালী মানুষকে দাঁড়ানোর আহবান জানিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতারা জানান, ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে- ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার পানি, কেক, স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বন্যাদুর্গত কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। বন্যার এই কঠিন পরিস্থিতি যতদিন থাকবে আমাদের কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী কাজ করে যাব। এটা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জেলা ছাত্রলীগ বন্যার শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগের দুই দিন রান্না করা খাবার, বেড়িবাঁধ রক্ষায় কাজ করাসহ আজকে ৫ শ মানুষের কাছে রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে তাদের এই ছোট্ট প্রয়াস। দেশের প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকে বলেও জানিয়ে তিনি বলেন, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। কক্সবাজার জেলা ছাত্রলীগ সবসময় সাধারণ ও অসহায় মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।
করোনা থেকে শুরু করে সব দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে জানান এই ছাত্রলীগ নেতা।
ত্রাণ বিতরণে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক কামরুজামান হিরু, সাংগঠনিক সম্পাদক গাজি নাজমুল, ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী প্রমূখসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ চকরিয়া উপজেলার আওতাধীন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে বৃষ্টিতে ভিজে ডিঙি নৌকায় করে ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রাণ দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নেটিজেনরা নানাভাবে প্রশংসা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের। তবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদককে এইসব মানবিক কাজে এগিয়ে আসতে দেখা যায়নি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com