হ্নীলা সংবাদ দাতা
টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী মিনাবাজার ৬নং ওয়ার্ডের বৃদ্ধা ও অসহায় নারী আয়েশা খাতুনের (৬০)জমি জোর পূর্বক দখলের অভিযোগ করেছেন ওই এলাকার সুলতান আহমদের ছেলে মিজানের (৩৮) বিরুদ্ধে। আয়েশা খাতুন ওই এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী।
আয়েশা জানান, কিছু দিন আগে আমি রবি আলম থেকে নেওয়া সব জমি মিজানকে বিক্রি করেদি। এ ছাড়া আমার বাকী অন্য কিছু জমি আছে যাতে চাষ করে আমার ছোট্ট এই সংসার চালায়। কিন্তুু সে জমি থেকে ৬/৭ কড়া জমি মিজান আমার থেকে জোর পূর্বক কেড় নেয়। আমি একজন অসহায় নারী হিসেবে আমার জমি উদ্ধারে ও অন্যায় ভাবে আমার জমি দখল করায় মিজানকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মিজানের কাছে জানতে চাইতে তাহার বাড়িতে গিয়েও তাকে পাওয়া না যাওয়ায় তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, আমাদের জানা মতে আয়েশা একজন অসহায় বৃদ্ধা নারী। মিজান যে জমিটা কেড়ে নিয়েছে তা কিন্তুু অন্যায় কাজ। কারণ আয়েশা এ ছোট জমিন টা দিয়ে কষ্ট করে চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com