প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৩, ১১:২৮ এ.এম
বহু মামলার পলাতক আসামি দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল অবশেষে র্যাবের জালে আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শাহ পরীর দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান, ১৪ আগস্ট রাত পৌনে এগারোটায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কচুবনিয়া এলাকায় মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শাহপরীর দ্বীপের শীর্ষ মাদক কারবারি বহু মামলার পলাতক আসামি জিয়াবুল ওরুপে জিয়াকে আটক করা হয়। সেই একই এলাকার মৃত নজির আহমদ এর ছেলে।
র্যাবের কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামী শাহপরীর দ্বীপের মাদক সম্রাট জিয়াবুল নামে খ্যাত এবং গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করেছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নং-৫৩/২০, প্রসেস নং-১৬৭০২/২১, জিআর- ৯৬১/২০, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ)/৪১ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com