নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউ এন ডিপি কক্সবাজারের উদ্যোগে স্কুল ক্রাইম প্রিভেনশন বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন।
রবিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ক্যাম্পাসের হল রুমে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়।
হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে ইউ এন ডিপি কক্সবাজারের মোঃ কেফায়েত উল্লাহ সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, হেড অব ইউ এন ডিপি কক্সবাজার ক্রাইসিস রেসপন্স অফিস, মিঃ কেইটা সুজিমোটো।
পরে ধারাবাহিক ভাবে বিভিন্ন বিষয়ে ইউ এন ডিপি'র কর্মকর্তারা সেশন পরিচালনা করেন।
ওই অনুষ্ঠানে যৌথভাবে সাইবার ক্রাইম নিয়ে সেশন করেন, বাংলাদেশ ওমেন পুলিশ নেটওয়ার্ক'র সদস্য ও ডেপুটি কমিশনার, পোর্ট চট্টগাম মেট্রোপলিটন পুলিশ শাকিলা সুলতানা এবং প্রোগ্রাম অফিসার ইউ এন ডিপি, কানট্রি অফিস ঢাকার শাহরিন তিলোত্তমা।
এ তাছাড়া স্কুল ক্রাইম প্রিভেনশন বিষয়ক সচেতনতা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ইউ এন ডিপি, ককসবাজারের জেন্ডার স্পেশালিষ্ট মেহবুবা জেবিন, এ এস পি, বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা ও কনসালটেন্ট, কমিউিনিটি পুলিশিং এক্সপার্ট ইউএনডিপির আবু বকর এবং প্রজেক্ট সহকারী, (সি এইস পি সি) ইউ এন ডিপির ওয়াহিদ হোসাইন।
সম্মানিত অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন, টেকনাফ মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, কমিউনিটি পুলিশিং টেকনাফ উপজেলার সাঃ সম্পাদক নজরুল ইসলাম খোকন, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবছার কামাল নোবেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন সামাজিক বা রাষ্ট্রিয় অপরাধ সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে পাশাপাশি আমাদের পরিবার সহ সমাজের অন্যান্য মানুষকেও সচেতন করার দায়িত্ব নিতে হবে। তাহলেই আমরা সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত সহ একটি নিরাপদ সমাজ গঠন করতে সক্ষম হব।
পাশাপাশি জেন্ডার বৈষম্য, মাদক, ইভটিজিং, মানবপাচার, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বন্ধে ও সচেতনতা বৃদ্ধিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছাত্র ও যুব সমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য কমিউনিটি নিরাপত্তা জোরদার করণ, শান্তিপূর্ন সহাবস্থান ও ন্যায়বিচার প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিতে CSPC Project, UNDP Bangaldesh, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের যৌথ অংশ গ্রহনের মাধ্যমে আয়োজিত স্কুল ক্রাইম প্রিভেনশন এ্যাওয়ারনেস প্রোগ্রামের অংশ হিসেবে অদ্য ৩রা সেপ্টেম্বর ২৩ শে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ছাত্রীদের নিয়ে দিনব্যাপী মাদক, ইভটিজিং,মানবপাচার, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com