শেখ রাসেল, টেকনাফ
কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাল্টে দিয়েছে ভূমিহীন-গৃহহীনদের জীবন। আশ্রয়ণ প্রকল্পের ঘর অনেকেরই জীবন পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। গৃহহীনদের জীবনের বেশী ভাগ সময় কেটেছে ভাসমান অবস্থায়, তাদের ছিলনা কোন স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ জমির মালিকানা পেয়ে খুঁজে পেয়েছেন তাদের আসল ঠিকানা। অন্য মানুষের বাড়িতে সারাদিন কাজ শেষে এখন আর অন্যের বাড়ি পাহারা দিতে হয় না।
জানা যায়, দীর্ঘ বছর পর নিজের নামে পেলেন জমির দলিল ও ঘরের কাগজ। তাই উচ্ছ্বাস যেন কমছে না আশ্রয় প্রাপ্তদের। এদের একজন মোহাম্মদ হাসান। বাড়ি উপজেলার হ্নীলা মৌলভী বাজার গ্রামে মৃত হাজী অলি আহমদের পুত্র। নতুন পাওয়া ঘরের চারপাশ ঘুরে আঙুল উঁচিয়ে দেখিয়ে বললেন, আধা পাকা ঘরটি তাঁর খুব পছন্দ হয়েছে। থাকার কক্ষের সঙ্গে রান্নাঘর। পয়োনিষ্কাশনের ব্যবস্থাও ভালো। বিদ্যুৎ ও পানি আছে। সে হ্নীলা মৌলভী বাজার আশ্রয়ণ প্রকল্পে খুব ভালোভাবে রয়েছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশের মতো টেকনাফের হ্নীলা ইউনিয়নেও আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি ঘর পেয়েছেন হ্নীলা ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ হাসান।
হ্নীলা মৌলভী বাজার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী কৃষকদল নেতা হাসান বলেন, আমার জায়গা-জমি ছিল না। শেখ হাসিনা ঘর দিছে, জমি দিছে। স্ত্রী-সন্তান নিয়্যা সুখে আছি। মনে হচ্ছে আমি যেন "মা" শেখ হাসিনার বুকে রয়েছি। এতো দিন খুব কষ্ট করে ছিলাম। আজ আমরা ঘর পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, পাকা রাস্তা সবই আমাদের আছে। আমরা খুব খুশি।
হাসান কান্না ভরা কণ্ঠে বলেন, আমি একজন বিরোধী রাজনৈতিক মতাদর্শের কৃষকদলের নেতা হওয়ার পরও সাবেক এমপি আব্দুর রহমন বদি, হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার মত একজন অসহায় গরীব লোককে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ায় আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায়। এবং আল্লাহর কাছে এই দোয়া করি যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজার বছর হায়াত দেন ও আগামীবার আবারও সরকার গঠন করুক। আমি আজ থেকে স-জ্ঞানে কৃষকদল থেকে পদত্যাগ করে অসহায় গরীবের মার্কা নৌকার পক্ষে কাজ করে যাব এবং সবাইকে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগকে আবারও সরকার গঠনে সহযোগীতা করতে সবার প্রতি আহবান জানান।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com