নিউজ ডেস্কঃ
চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে সাধারণ ডায়েরি (জিডি) করলেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। তিনি রাজধানীর হাতিরঝিল থানায় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে জিডিটি করেন। জিডি'র নম্বর ১১১৫। এতে অপু বিশ্বাস ছাড়াও জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে বিবাদী করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই জিডি'র বিষয়ে গণমাধ্যমের কাছে এখনও মুখ খুলেননি অপু বিশ্বাস।
জিডিতে প্রযোজক সিমি উল্লেখ করেন, এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে জানান।
ওই জিডিতে আরও বলা হয়, পরবর্তীতে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এই টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com