নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা সহ মোহাম্মদ মাসুম (২১) কে আটক করেছে। এ সময় ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক মাসুম হোয়াইক্যং ইউপির নয়াপাড়া গ্রামের সৈয়দ হোসাইনের ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করতে।
তিনি জানান, নিজেস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহন যোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদে ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। পরে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত তথ্য মতে ওই গাড়িটি মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিকেরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে প্রাইভেটকারের পিছনের বাম পাশের চাকার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া আটককৃত আসামীর নিকট হতে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত প্রাইভেটকারটিও আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা , প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com