1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন উদ্ধার: আটক ৫   প্রকাশ্যে মুজিব কোট পু’ড়ি’য়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা জাতীয় মৎস্যজীবী সমিতি টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ডের কমিটি অনুমোদন  ৪০ হাজার ইয়াবা সহ র‍্যাবের জালে মাদক কারবারি আটক টেকনাফে কোস্টগার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা’সহ ২ মাদক কারবারী আটক ১৬ বছর ধরে টেকনাফ স্থলবন্দরে বদির কমিটি, আমিন-বাহাদুর সিন্ডিকেট লুটে খেলো শতকোটি টাকা! হ্নীলা দক্ষিণ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির সম্পাদক আবছার সাংগঠনিক আবু ছৈয়দ টেকনাফে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবা’সহ ৭ জন আটক

টেকনাফে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা শিক্ষক -তার পরিবার গুরুত্বর আহত : ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপি’র ৯নং ওয়ার্ডের বাঘঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে জেরে আবদুল মাজেদ নামের এক মাদ্রাসা শিক্ষক তার ও পরিবারের ওপর হামলার অভিযোগ উঠছে।

গুরুতর আহত আবদুল মাজেদ ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এবিষয়ে গুরুতর আহত একই এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মাদ্রাসা শিক্ষক আব্দুল মাজেদ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দেওয়া অভিযোগের সুত্র ধরে বাদী আবদুল মাজেদ জানান, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে, আমার বসতবাড়িতে কাজ করছিলাম, এমতাবস্থায় পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে মমতাজ মিয়া, মোবারক, মোঃ ফয়সাল, শাকিল, কলিম উল্লাহ, কেফায়েত উল্লাহ গংরা দা, কিরিচ, লাঠি, ও লোহার রড নিয়ে সংঘবদ্ধ এক ভূমিধস্যু বাহিনী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র-শস্ত্রে আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, এসময় শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়, পরে আমার স্ত্রীকেও গুরুতর জখম করে, এবং তার গলায় থাকা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় বিবাদীরা এ বিষয়ে মামলা বা থানায় অভিযোগ করলে প্রাণে মারার হুমকিসহ বসতবাড়ি জ্বালিয়ে দিয়ে উচ্ছেদ করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। বর্তমানে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, যেকোনো মুহুর্তে তারা আমাদেরকে হামলা বা হত্যার মতো ঘটনা ঘটাতে পারে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছ থেকে সহযোগিতা ও আসামিদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াছ বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিলো, আমি বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেছিলাম, তারা মানেননি। আজ আবদুল মাজেদকে মারধর করেছে বলে শুনেছি। যেহেতু আদালতে মামলা চলমান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার এসআই আবু ছায়েদ জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তারা উভয়ে আত্মীয় স্বজন, মূলত জমির সংক্রান্ত নিয়ে ঘটনা ঘটছে, এবং উভয়পক্ষকে কোনো ধরনের সংঘাত না করার জন্য নিষেধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!