।। এম আর আয়াজ রবি।। উখিয়া
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে এপিবিএন -১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদকে (১৯) গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ার রাইফেলের গুলি, ১৯টি রাইফেল গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com