নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় টেকনাফ মদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন কে আটক করা হয়েছে। এসময় মদ্যপান করে এলাকায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে ওই ৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
দন্ড প্রাপ্তরা হলেন, মৃত কালামিয়ার ছেলে মনু মিয়া(৪২), আবদুস শুক্কুরের ছেলে সোনা মিয়া (৩৯),মৃত মোঃ করিমের ছেলে নুর হোসেন (৩২), মৃত আব্দুর রশিদের ছেলে শামসুল আলম (৬৫), ও মৃত মাহমুদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২)।
রবিবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমে পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে টেকনাফ পৌরসভাধীন উত্তর জালিয়া পাড়ায় কয়েকজ জন ব্যক্তি মদ্যপান করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টে করছে এম সংবাদে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আদনান চৌধুরীর নেতৃত্বে এবং টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটক সকল কে ১০ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী জানান, রাতে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply