মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
০৫ সেপ্টেম্বর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস)।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে ৮'শ গজ দক্ষিণ দিকে আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি'র একটি টহলদল ওই এলাকায় বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান করে।
এ সময় দু'জন ব্যক্তিকে ২টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে আচারবুনিয়া এলাকায় লবণের মাঠের দিকে আসতে দেখে। তাদের সন্দেহজনক মনে হলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কাঁধে থাকা বস্তাগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারীরা পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী করে ফেলে যাওয়া ২টি বস্তার ভিতর হতে ২ লক্ষ ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের সনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com