প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ১:০৯ পি.এম
পাহাড়ে অস্ত্র-গুলি’সহ আরএস’ও তিন স্বশস্ত্র সন্ত্রাসী আটক করেছে এপিবিএন
মোঃ আরাফাত সানি, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ (আরএস'ও) তিন স্বশস্ত্র সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।
তিনি জানান, সোমবার (০৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিওিতে সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ জামাল পাশা এর নেতৃত্বে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং ক্যাম্প- ২২ এর সি/৫ ব্লক সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড়ের ঢালে অবস্থানকালীন অবস্থায় ৩ জন রোহিঙ্গাকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটার বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি'সহ আটক করা হয়েছে। আটকরা হলেন- উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের (ঘর নং- ৭৫৩, এফসিএন : ৪০৪৬৫১) মনির আহমদের পুত্র কামাল হোসেন (২৭), ব্লক সি/২ এর (ঘর নং - ৩৪০, এফসিএন : ২৪৯১৪৯) আব্দুর শুক্কুরের পুত্র অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের (এফসিএন :২৪৫৬৮৪) তাজিমুল্লার পুত্র মুজিবুর (১৭)। তারা তিনজনই (RSO) রোহিঙ্গা স্যালভেশন অর্গানাইজেশন এর সক্রিয় সদস্য এবং ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com