নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এর উদ্ভোধন করেন কর্ণেল মোঃ মেহেদী হাসান সেক্টর কমান্ডার, রামু সেক্টর সদর দপ্তর। পরে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন আহম্মদ, ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারি নুর , র্যাব ১৫ সিপিসি-১ টেকনাফ কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া চার্কেল রাসেল পিপিএম সহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সেক্টর কমান্ডার বলেন, এই ব্যাটালিয়নের জোয়ানেরা গত বছরে ৫শত ৪০ কোটি টাকার মাদক আটক করতে সক্ষম হয়েছেন। স্থানীয়দের সার্বিক সহযোগিতা পেলে এই এলাকা থেকে মাদক নির্মুল সহজ হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com