নিজস্ব প্রতিনিধি,
কচুয়ায় ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে এক কথিত ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া বাজারের বুড়ো বাংলাদেশ এনজিও অফিসের নিচ তলায় সুমাইয়া মেডিকেল হল নামে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসক পরিচয় দেওয়া মোঃ লোকমান হোসেন(৩৯)। কথিত ঐ ভূয়া ডাক্তারের মোড়েলগঞ্জ ও পিরোজপুরে আরো দুটি চেম্বার রয়েছে।
গত ৭ (নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জীর নেতৃত্বে উপজেলা সদরে তার চেম্বারে অভিযান চালিয়ে মোঃ লোকমান হোসেনকে আটক করা হয় এবং এসময় তার কাছে চিকিৎসা দেওয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মোঃ লোকমান হোসেন মোরেলগঞ্জ উপজেলার কিসমত গড়ঘাটা গ্রামের মোঃ শামসুল হক ফকিরের ছেলে। অভিযান পরিচালনার সাথে ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মনিসংকর পাইক।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী বলেন, চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা মতে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।####
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com