নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার -৪ ( উখিয়া-টেকনাফ) আসনের রাজ পথ সরগরম করে আবারও ২য় বারের মত নৌকার মাঝি হয়ে নিজ এলাকায় ফিরেছেন শাহীন আক্তার বদি।
দলিয় মনোনয়ন পেয়ে বুধবার (২৯ নভেম্বর) সকালে শতাধিক গাড়ি বহর নিয়ে নিজ নির্বাচনি এলাকা মরিচ্যার লাল ব্রীজ হতে রওয়ানা দিয়ে বিকালে টেকনাফ পৌঁছেন তিনি।
শাহীন আক্তার বদি নৌকার মনোনয়ন নিয়ে টেকনাফে আসছে খবরে দু দিন আগে থেকে টেকনাফ - কক্সবাজার সড়কের প্রায় ৬০ কিলোমিটার সড়ক জুড়ে ব্যানার, পোস্ট, তোরণ ও গেইটে ছেয়ে যায় উখিয়া-টেকনাফের সংসদিয় আসনের এলাকা। পথে পথে তাকে এক পলক দেখতে ও ফুল দিয়ে শুভেচ্ছা যানাতে রাস্তার দু ধারে দাঁড়িয়ে ছিলেন হাজারো নেতা, কর্মী নারী,পুরুষ থেকে শুরু করে সাধারণ মানুষ। এ যেন এক নতুন কোন উৎসবের আমেজ।
বিকালে টেকনাফ আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছলে অপেক্ষা মান নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভালবাসায় সিক্ত করে নেন শাহীন আক্তার বদি কে। পরে নেতা কার্মীদের আয়োজনে এক সংক্ষিপ্ত পথ সভায় শাহীন আক্তার বদি বলেন, শুরুতে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় নৌকার মনোনয়ন দেওয়ায় চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনেরা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয় শেখ হাসিনার উন্নয়নের ধারা অবব্যাহত রাখার সুযোগ করে দিবেন।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় আয়োজিত পথ সভায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর শুক্কুর সিআইপি, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপ জান, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com