নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকায় প্রতিষ্ঠিত গ্রান্ড সুলতান ইবতেদায়ী মাদ্রাসায় প্রতিষ্ঠার সূচনালগ্নে দু টি বৃত্তি অর্জন করেছে। মাদ্রাসার এমন ফলাফলের খবরে এলাকায় চলছে আনন্দের বন্যা। পড়ালেখার পাশাপাশি শিক্ষাঙ্গনের পরিবেশ বজায় রেখে প্রতিষ্ঠান টি ওই এলাকায় ভবিষ্যতে জ্ঞানের আলো ছড়াবে এমন আশা স্থানীয়দের।
মাদরাসা সূত্রে জানাগেছে, গত শনিবারে অনুষ্ঠিত টেকনাফ উপজেলা পর্যায়ে রংগীখালী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেন সাবরাং গ্রান্ড সুলতান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা। ওই পরিক্ষায় মাদরাসা পর্যায়ে ট্যালেন্ট পুল বৃত্তি অর্জন করেন রাজিব উল্লাহ ও রেশমিন আক্তার নামের দুই শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটির সভাপতি এডভোকেট শহিদুল্লাহ জানান, আমাদের মাদ্রাসা ১৭ সালে প্রতিষ্ঠিত হলেও চতুর্থ শ্রেণীর পাঠদান শুরু হয়েছে জানুয়ারি থেকে। বৃত্তি পরীক্ষা হচ্ছে সপ্তাহে আগে নোটিশ পেয়ে তাৎক্ষণিক প্রস্তুুতিতে এমন ফলাফল করায় আনন্দিত এলাকাবাসী, অভিভাবক সহ মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষীরা। বছরের মধ্যে বৃত্তি অর্জন করা টা আমাদের জন্য সু-গৌরবের।
সাবরাং এলাকার প্রবীণ মুরুব্বী শিক্ষানুরাগী ও
সমাজসেবক সুলতান আহমদ (বি এ) গত ৭ বছর আগে এলাকা বাসীর সহযোগিতায় গ্রামেগঞ্জে শিক্ষার আলো ছাড়ানোর উদ্দেশ্যে মাদরাসা টি প্রতিষ্ঠিত করেন।
প্রতিষ্ঠাতা সুলতান আহমদ (বি এ) জানান, জাতি গঠনের জন্য সুশিক্ষার কোন বিকল্প নেই। তাই আধুনিক ও ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা , শিক্ষকদের পাঠ দান তখনই এগিয়ে যাবে, যখন এলাকার বিত্তবানেরা মাদ্রাসাটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এলাকায় জ্ঞানের আলো ছড়াতে সর্বস্তরের মানুষকে প্রতিষ্ঠানটির প্রতি সুনজর রাখতে অনুরোধ জানাব।
Leave a Reply