নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা ৬নং ওয়ার্ডের উলুচামরি কোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ধারালো চাকু সহ ডাকাতি কাজে ব্যবহারত বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় মোঃ সোহেল (২৩) নামের এক ডাকাত কে গ্রেফতার করা হয়। জব্দ কৃত সরঞ্জাম গুলো হল, ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), উভয় পাশ ধারালো ১টি চাকু, ১টি দা, ২টি লোহার রড।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী।
তিনি জানান, হ্নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় কতিপয় অস্ত্রধারী ডাকাত, ডাকাতি করিবার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রসহ প্রস্তুুতি গ্রহন করছে। খবর পেয়ে শনিবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছাইলে ১০/১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বিধিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ডাকাত মোঃ সোহেল (২৩) কে গ্রেফতার করা হয় । অপরাপর ডাকাতেরা তাহাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ধৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হইয়াছে।
Leave a Reply