নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ ও টেকনাফ সদরের লম্বরি ঘাট হতে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস ), ২৮৫ বোতল বিদেশি মদ, ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করেছে। পাশাপাশি টেকনাফের লম্বরি ঘাট হতে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার কালে খাদ্য সামগ্রী সহ ১৯ জন পাচার কারিকে আটক করতে সক্ষম হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।
তিনি জানান, মায়ানমার থেকে মাদকের একটি চালান সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১ টি ধূসর রংয়ের পরিত্যাক্ত বস্তা তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।
অপর দিকে টেকনাফের লম্বরি ঘাট দিয়ে কাঠের নৌকা যোগে শুল্ক ফাঁকি দিয়ে মায়নমার পাচারের সময় ১৫ বস্তা শুকনো মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১বস্তা তামাক পাতা, ৩বস্তা টেস্টিং সল্ট, ১ হাজার ৮২১ লিটার অকটেন, ৩ হাজার ৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেল সহ ১৯ পাচার কারিকে আটক করেন।
তিনি আরো জানান, জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পাদন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com