নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর আবুহুরায়রা মাদরাসার নূরানী বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র অপহরণের শিকার হয়েছে বলে জানাগেছে । অপহরণ কৃত ভিক্টিমের নাম ছুঁয়াত বিন আব্দুল্লাহ (৬)। সে পূর্ব পানখালী এলাকার কাতার প্রবাসী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ভিক্টিমের মা নুরুজ্জাহান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, আমরা খবর পেয়েছি। শিশুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
ভিক্টিমের মা নুরুজ্জাহান জানান, প্রতিদিনের মত তাহার ছেলে ছুঁয়াত বিন আব্দুল্লাহ পাশের নূরানী মাদ্রাসায় ক্লাসে যায়। কিন্তুু আজ দুপুরে ছুটির সময় শেষ হয়ে বিকাল গড়ালেও তাহার ছেলে মাদরাসা থেকে বাড়িতে ফিরে না আসায় তাহার মা তার ছেলে কে খোঁজ করতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলে কে না পেয়ে মা তাহার ছেলের মাদরাসার সহপাঠীদের কাছ থেকে জিজ্ঞাসা করলে তাহার সহপাঠীরা জানান, ছুটির সময় এক মহিলা একটি সিএনজি যোগে এসে তাহার মা মাথা ফেটে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মিথ্যা বাহানা দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর হতে ছাত্র ছুঁয়াতের কোন খোঁজ মিলেনি।
তাহার মায়ের দাবি, আমার শত্রুরা পরিকল্পিত ভাবে আমার ছেলেকে অপহরণ করেছে। আমার ছেলে কে উদ্ধারে সকল প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে ভিক্টিমের মা টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com