পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আ'লীগের প্রয়াত সভাপতি শহিদুল্লাহ বিএ এর সন্তানদের ঘর থেকে বিতাড়িত করার অভিযোগ ওঠেছে সৎ মা সেলিনা আক্তারের বিরুদ্ধে।
শনিবার বিকেলে উপজেলার টৈটং ইউনিয়নের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলা আ'লীগের প্রয়াত সভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ' এর মৃত্যুর পর থেকে তাঁর প্রথম ঘরের সন্তান নুসরাত শহীদ জাহান আরজিন (২২) ও নওশাদ শহীদ জিহান (১৮) এর উপর নানাভাবে হয়রানি ও অত্যাচার করে যাচ্ছে সৎ মা সেলিনা আক্তার। তাদের পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ির অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় (৯ মার্চ) শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে সৎ মা সেলিনা আক্তারের নেতৃত্বে ১০-১৫ জনের সঙ্ঘবদ্ধ একটি দল তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে তাদের চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা এসে পুলিশের সাহায্যে তাদের উদ্ধার করে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই৷ পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সুরাহার দায়িত্ব দেওয়া হয়েছে।
এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, লিখিত অভিযোগ হাতের পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com