মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ৩৩ হাজার ৪'শ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করার কথা জানিয়েছে কোস্টগার্ড। ইয়াবাগুলো নিয়ে মিয়ানমার থেকে আসার পথে শাহপরীর দ্বীপে তাদের আটক করা হয়।
রবিবার (১৭ মার্চ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মায়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফের শাহপরীর দ্বীপ আসার খবরে রবিবার (১৭ মার্চ) দুপুর ২টায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়।
ওই বোটে তল্লাশি চালিয়ে ৩৩ হজার ৪শ' পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট উদ্ধার করা হয় বলে দাবী করে কোস্টগার্ড।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩) এবং মোস্তফা কামাল (১৬)। ৩ জনই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com