মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ৭ বছররের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
১৩ এপ্রিল তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ।
পুলিশ জানান- ১৩ এপ্রিল কক্সবাজার জেলা পুলিশ সুপার- মোঃ মাহফুজুল ইসলাম এট নির্দেশক্রমে,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শাকিল আহমেদ সার্বিক পরিকল্পনায় জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। তার-ই প্রেক্ষিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি'র সহযোগিতায় এসআই (নিঃ) মোহাম্মদ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় খুলশী থানার মামলা নং-৮(০২)১৪, জিআর-২৬/১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওসমান গনি, পিতা-কবির আহাম্মদ, মাতা-রহিমা খাতুন, সাং-মধ্যম কাটাবনিয়া, মাদ্রাসা ইসলামিয়া এমদাদুল উলুম হেফাতখানা ও এতিম খানার দক্ষিণের বাড়ী, ৪নং সাবরাং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার দীর্ঘদিন পলাতক থাকায় তাকে টেকনাফ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com