নিজস্ব প্রতিবেদক
অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলের সব পোস্ট ‘উধাও’ হয়ে গেছে হুট করেই। সেসব প্রোফাইলে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে- ‘নো পোস্ট অ্যাভেইলেবল’।
মঙ্গলবার সকাল থেকেই অনেক ফেসবুক ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। এদিন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।
ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে বলে জানা গেছে। সাময়িক এই সমস্যা কিছু সময়ের মধ্যেই সমাধান হবে।
এর আগে ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সে সময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছিল। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com