নিজস্ব প্রতিবেদক
অন্য দেশের মত সন্ধ্যায় দেশের আকাশে দেখা মিলল গোলাপী রঙের চাঁদ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা যায় এই গোলাপি বর্ণের চাঁদ। বিরল এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে বিভিন্ন স্থানে ছাদে উঠে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন অনেকে।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে গোলাপী চাঁদ দেখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ সময় গোলাপী চাঁদ দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ক্যাম্পে গোলাপী চাঁদের ইতিহাস সর্ম্পকে স্পষ্ট ধারণা পান শিক্ষার্থীরা।
বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়।
প্রতি বছরের এপ্রিল মাসে এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও বিভিন্ন বর্ণের দেখায়। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com