অনলাইন ডেস্ক::
ভারতের মহারাষ্ট্রে বিল বেশি আসায় বিদ্যুৎ দপ্তরে গিয়ে এক নারী কর্মীকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিজিৎ পোতে (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বুধবার পুনে জেলার মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (এমএসইডিসিএল) এক নারী কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।
পুনের সুপা থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন সকালে বারামতি গ্রামের মোরগাঁওয়ে এমএসইডিসিএলের অফিসে গিয়ে রিংকু থাইটের ওপর হামলা চালায় অভিজিৎ। তিনি এর আগে ঘরের বিদ্যুতের বিল ৫৭০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ৭৫০ টাকা) বেশি পেয়েছেন বলে অভিযোগ করেন। কিন্তু এ বিষয়ে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে আচমকা বিদ্যুৎ অফিসে ঢুকে রিংকুর ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হয়েছে। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com