রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার ভুজপুর থানার রুহুল আমিন চর ফেনী নদীর কুল নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করা হয়।
বুধবার (০১ মে) মধ্য রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ আল মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিক বিহীন ভারতীয় মদ ৯৬ বোতল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত। ###
Leave a Reply