1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুগান্তরের প্রতিনিধি হত্যা চেষ্টা কারি সেই মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা ক্যাম্প থেকে কিশোর অপহরণ! উদ্ধারে টেকনাফ মডেল থানায় অভিযোগ ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টেকনাফে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত ছাত্রলীগ নেতার হাতুড়ির পিটুনিতে গুরুতর আহত ছাত্রদল নেতা হোয়াইক্যং লম্বাঘোনা চাকমা পাড়ায় “শিশু বান্ধব বাঁশের সাকো” নির্মাণ। হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুুতি সভা অনুষ্ঠিত দিল্লির লুটিয়েনস বাংলোয় আছেন শেখ হাসিনা ভিত্তিহীন মানহানিকর সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদে বিএনপি নেতা হেলাল যা বলেছেন। মিয়ানমারে ১৫ বছরে সাবেক এমপি বদি পাচার করছে ৯ হাজার কোটি টাকা! হ্নীলাতে প্রবীণ বিএনপি নেতাকে মা’র’ধ’র করে বসত ভিটা দখলে নেওয়ার চেষ্টা! থানায় অভিযোগ

আজ বিশ্ব গাধা দিবস, কীভাবে এলো এই দিবস?

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

আজ ৮ মে, বিশ্ব গাধা দিবস। আজকের দিনে কেউ যদি আপনাকে গাধা বলে, তবে রাগ করার দরকার নেই, কেননা আজকের দিনটা গাধাদের। এই প্রাণীটিকে আজ ভালোবাসার দিন, সম্মান জানানোর দিন। আর গাধা কিন্তু বহু বছর ধরে মানুষের সেবা করে আসছে।

তবে শুধু যে গাধারাই গাধা বিষয়টা এরকম নয়। আমাদের চারপাশের অনেক মানুষকেও আমরা গাধার চোখে দেখি। আমাদের শিক্ষকগণ তো গাধা হিসেবে পেয়ে পরে মানুষ করেছেন। গাধা থেকে যারা মানুষ হয়েছেন, তাদের জন্য দিবসটি নয়। যে প্রাণীটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাধা দিবসটি সেই প্রাণীদের জন্য।

এখন কথা হলো- কিভাবে এলো এই দিবসটি? আর কেনই বা প্রচলন করা হলো উদ্ভব এই দিনের?

যতদূর জানা যায় গাধা দিবসের প্রচলন করেছিলেন আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। তিনি বুঝতে পেরেছিলেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধা বিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো গাধাকে নিয়ে তথ্য ছড়িয়ে দেওয়া এবং তারা কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে তা তুলে ধরা।

সারা বিশ্বে এই প্রাণীটিকে বোঝা টানতে ব্যবহার করা হয়। তারা প্রতিকূল জলবায়ু ও ভূখণ্ডেও টিকে আছে। গাধারা তাদের ধৈর্য ও অধ্যবসায় জন্য আমাদের সবার কাছে বেশ পরিচিত।

গাধা কাজ থেকে পিছপা হয় না। মাইলের পর মাইল বোঝা টানতে সক্ষম। গাধা অন্যান্য প্রাণীর তুলনায় বেশি সময় পরিশ্রম করতে পারে। তাদের চলার গতি ঘণ্টায় ৩১ মাইল পর্যন্ত হতে পারে। গাধার গড় আয়ু ৫০ থেকে ৫৪ বছরের মধ্যে হয়।

বিশ্ব জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে অনেক প্রাণী বিলুপ্ত হচ্ছে। গাধাদেরও বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়েছে। যারা টিকে আছে, তাদেরও সংখ্যা নগন্য। সকল প্রাণীর বসবাসের জন্য বিশ্বকে ভারসাম্যপূর্ণ রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!