রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি বিলাইছড়ির ৪ নম্বর বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমাকে গুলি করে হত্যাচেষ্টা করেছেন একই ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার বড়থলীপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় চেয়ারম্যান বড়থলীপাড়ার একটি বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে উদ্ধার করে বুধবার (২১ মে) ভোরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল বলেন, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত চেয়ারম্যান আতুমং মারমা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা আমাকে গুলি করেছে। তবে কোনো কারণে এবং কেন গুলি করেছিল তা জানি না।
এ বিষয়ে জানতে ঘটনার পর ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে। তদন্ত করার পর এ ঘটনা কেন ঘটিয়েছে তা জানা যাবে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com