অনলাইন ডেস্ক নিউজ :
রাজধানীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার ভোর থেকে ঝরছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা হাওয়া। ঝোড়ো বাতাসে উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে শুরু হওয়া ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে জসিম উদ্দিন রোড এলাকায় একটি গাড়ির ওপর বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আধাঁ ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com