টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি রোগী বহনকারী স্পিড বোট ও পণ্যবাহী ট্রলারকে লক্ষ্য করে গু'লি ছুঁড়েছে মিয়ানমারের অংশ থেকে।
মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টি যাত্রাকালে নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌছলে এ ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
বোট মালিক সমিতির সাঃ সম্পাদক ছৈয়দ আলম জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে সেন্টমার্টিন ফেরার পথে একটি স্পিডবোট ও পণ্যবাহী ট্রলারকে লক্ষ্য করে গু'লি ছুঁড়ে, এর আগে মিয়ানমারের অভ্যন্তর থেকে গু'লি ছুঁড়লেও আজ ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে নেমে গুলিবর্ষণ করে, এসময় বোটে থাকা যাত্রীরা আ'তং'কি'ত হয়ে পড়ে। তবে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছে তারা।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আজকেও মিয়ানমার সীমান্তে থেকে আমাদের ট্রলারের উপর গু'লি বর্ষণ করেছে বলে অবহিত হয়েছি। বিষয়টি নিয়ে আমি সীমান্তে দায়িত্বে থাকা সংশিষ্টদের সাথে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বীপের বাসিন্দাদের আঙ্কিত না হতে অনুরোধ করছি।
এদিকে এর আগে, মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্টমার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং বাংলাদেশের নির্বাচনি কর্মকর্তাদের ওপর গু'লি ছুঁড়া হয়েছে। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। এই গোষ্ঠীর সদস্যরাই গু'লি ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com