শেখ রাসেল, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অতিবৃষ্টির প্রভাবে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাড়ি-ঘর পানিতে তলিয়ে যাওয়ায় ওইসব এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবারে এখনো উনুনে আগুনে জ্বলেনি।
শুক্রবার (২১ জুন) সকাল থেকে হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের উদ্যোগে প্লাবিত এলাকা উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার ২'শত পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
হ্নীলা ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা কুরবান আলী ও সভাপতি বনি আমিনের নেতৃত্বে ওই মানবিক কাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম, ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর, জামসেদুল করিম
জাবেদ ইকবাল ইমু সহ সংগঠনের সদস্যবৃন্দ।
হ্নীলা ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের সভাপতি বনি আমিন বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্রান্তিকালে সাধ্যানুযায়ী সহযোগিতা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে।
হ্নীলা ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে৷ আমাদের ইউনিয়নেও বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বাড়িঘরে পানি ঢুকে বাসের অযোগ্য হয়ে গেছে। সাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছিল। পানিবন্দি মানুষের মাঝে হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটি ফুটবল ক্লাবের এ উদ্যোগটি সত্যি প্রশংসনীয়।
উল্লেখ্য, ভারী বর্ষণে হ্নীলা ইউনিয়নে ১২ গ্রামের ৪ হাজারের বেশি পরিবার পানিবন্দি ছিল। এসব গ্রামের চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত সীমান্ত সড়কের স্লুইচ গেইট থেকে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢল পর্যাপ্ত পরিমাণে বের হতে না পারায় এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com