নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের নাফ নদীর কেয়ারি ঘাট পয়েন্ট হতে পিতা- পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে । তারা দু জনই জাদিমুড়া রোহিঙ্গা শিবিরের বাসীন্দা বলে জানাগেছে । মৃতরা হলেন, ক্যাম্প ২৭ 'র ব্লগ-৭ এর এফসিএন ২৫৭২৩৬ এর বাসীন্দা ছেলে রুহুল আমিন (১৭) ও পিতা নুরুল্লাহ (৩৬)। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
ক্যাম্প ২৭ এর হেড মাঝি মোঃ নুর জানান, সকালে পিতা -পুত্র জাদিমুড়া ওমর খালে মাছ শিকারে যায়। এ সময় প্রচুর বৃষ্টি হওয়ায় হঠাৎ পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেলে স্রোতের টানে তারা নাফ নদীতে ভেসে যায়। পরে খবর পেয়ে স্থানীয় বাসীন্দারা সহ তাদের পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে নাফ নদীর কিনারায় কেয়ারি ঘাট পয়েন্ট হতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে নৌ পুলিশের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে তাদের পরিবারের সদস্যরা নিয়ে যায়। জীবিকার টানে সকলে মাছ শিকার করতে গেলেও বিকালে লাশ হয়ে বাড়িতে ফিরলেন পিতা-পুত্র।
টেকনাফ নৌ পুলিশের ওসি তপন কুমার বিশ্বাস জানান, লাশা দুটি নফ নদী থেকে উদ্ধার করেছি। এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com