নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদী পয়েন্ট হতে দুইটি ভাসামান রাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এদের মধ্যে ১জনের পরিচয় শনাক্ত না হলেও অপর জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানাগেছে।
শনিবার ( ১৩ জুলাই) দুপুরে ও সন্ধায় তাদের দু জনের লাশ মিলে নাফ নদীতে।
স্থানীয় বাসীন্দারা জানায়, দুপুরে দমদমিয়া কিয়ারি সিন্দবাদ এলাকার সামান্য দক্ষিণে একটি অজ্ঞাত লাশ নাফ নদীর কিনারে জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ কে খবর দেন। পরে নৌ পুলিশ একটি টিম এসে তাকে উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
অপর দিকে গত কয়েক দিন আগে হ্নীলা ইউপির দমদমিয়া এলাকা থেকে স্থানীয় বাসীন্দা ( বাঙালি) মোঃ ইউনুস নামের ২সন্তানের জনক নিখোঁজ হয়। পরে তাহার স্বজনেরা তাকে অনেক খুঁজাখুঁজির পরে শনিবার সন্ধ্যাকালিন সময়ে নাফ নদীর বেক্রোজ জাহাজ ঘাটে নাফ নদীর কিনারা হতে ভাসামান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা । নিহত মোঃ ইউনুস চট্টগ্রাম বাঁশ খালী এলাকার বাসীন্দ হলেও সে দমদমিয়া এলাকায় শাশুর বাড়িতে থেকে জীবন জীবিকা নির্বাহ করে চলতেন বলে জানাগেছে।
টেকনাফ নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ তফন কুমার বিশ্বাস জানান, লাশ দু টি উদ্ধার করে সুরাতল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, ওই এলাকার মানব পাচার কারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে উক্ত ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনতে পাচ্ছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com