নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে বিজিবি ও কোস্টগার্ডের পৃথক অভিযানে মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য কে হেফাজতে নেওয়ার পাশাপাশি ২ কেজি আইস ও ৮৩ বোতল বিদেশি মদ সহ চোরাচালানে জড়িত ৭ জনকে আটক করতে কোস্টগার্ড।
বুধবার (১৪ আগস্ট) সন্ধায় এক সংবাদ বিঙপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি'র) অধিনায় লেঃ কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং অদ্যকার ১৩ জনসহ সর্বমোট ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদেরকে মায়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে।
অপরদিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন সাক্ষরিত এক সংবাদ বিঙপ্তিতে জানান, সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ হতে ১ নেটিক্যাল মাইল দক্ষিণ -পূর্বে কোস্টগার্ডের বিশেষ অভিযান চলা কালে বাংলাদেশের জল সীমা পেরিয়ে একটি কাটের বোট আসতে দেখে সন্দেহ মনে হলে থামার সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সমক্ষ হয়। পরে বোটটি তল্লাশি করে ২ কেজি আইস বা ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার পূর্বক ৭ জন চোরাচালান কারি কে আটক করতে সক্ষম হয়।
আটকেরা হলেন, মিয়ানমার মংডু শহরের বাসিন্দার আব্দুল মুনাফ (২১), নুর হোসেন (৩৪), আমান শরিফ (১৫), মোঃ সালাম (২৫), অলি আহম্মদ (৩০), মোঃ ইয়াসিন (২০), পেরাইন্না (১৯)।
তিনি আরো জানান, জব্দ কৃত মালামাল ও আটক ব্যাক্তিদের পরবর্তী আইনি ব্যবস্তা নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com