সংবাদ প্রতিবেদক
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ২৭ 'এ বসবাস রত পেটান আলীর ছেলে মোহাম্মদ আনচ, ফরিদ, জাবের ও মেয়ে নুর ফাতেমা এবং স্বামী লালা তাদের অপকর্মের ধামাচাপা দিতে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে এমন টা দাবি করেছেন ক্যাম্প ২৭ শে বসবাস রত সি ৭এর বাসীন্দা বদি আলমের ছেলে আবু তালেব।
তিনি বলেন, মূলত পেটান আলীর পরিবারের সকলে মাদক ব্যবসার সাথে দীর্ঘ দিন ধরে জড়িত। মোঃ আনচ নাফ নদীতে সাঁতার দিয়ে মিয়ানমার থেকে ইয়বা নিয়ে আসে। ওই মাদক গুলো তাহার ভাই ফরিদ জমা রাখে। পরে জাবের, নুর ফাতেমা ও স্বামী লালা তাহা সবলাইদেন বা বিক্রি করেন ।
গত ১১ জুলাই আনচ নাফ নদীতে কাকড়া শিকারের নামে নদীতে গিয়ে যে ৩ কার্ড ইয়াবা মিয়ানমার হতে এনেছিল ঐ সব তাহারা বিক্রি করে পরম সুখে ভোগ করছেন। তিন্তুু তথ্য প্রকাশ হলে তাদেরকে যখন আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে তখন তারা বাঁচতে আমার উপরে সম্পুর্ন মিথ্যা ভাবে দায় চাপিয়ে দেন। এমন কি ইয়াবা বিক্রির টাকা দিয়ে তাদের ভাই আনচ কে মালয়েশিয়া পাঠিয়ে দিয়ে আমি হত্যা করছি বলেও প্রকাশ করেন বিভিন্ন গণমাধ্যমে কে তথ্য দেন তারা। অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে ইয়াবা গুলো উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যেন তারা আর মাদক ব্যবসা করতে না পারে সেজন্য ক্যাম্পে দায়িত্বতর এপিবিএন পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
উক্ত ঘটনার বিষয়ে জানতে জাবেরের মোবাইলে বার বার কল করা হলেও রিছিব না করায় তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের দায়িত্বে থাকা ১৬ এপিবিএন পুলিশ এক কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে জেনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com