মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস’সহ এক মাদক কারবারিকে আটক করা করেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে “যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম।
তিনি জানান- বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইট সংলগ্ন ভাই-ভাই কুলিং কর্ণারের সামনে মাদকের একটি চালান ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি আইস’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ধৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে ফিরোজ আলম বলে জানা গেছে। তার সাথে মাদক কারবারে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান- ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইস’সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
Leave a Reply