মোঃ শেখ রাসেল, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের হ্নীলা বাজারে হাজী নছিম মার্কেটের (নীচ তলা) নুর তাজ মোবাইল সফট্ জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের শেষে আব্দুস সালামের মালিকানাধীন নুর তাজ মোবাইল সফট্ দোকানটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলী আহমদ, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আল-ফালাহ্ একাডেমীর সভাপতি অধ্যাপক জহির আহমেদ, হ্নীলা বাজার কল্যান সমিতির সভাপতি আবু বক্কর আল মাসুদ, হেলথ কেয়ার ডায়াগনস্টিক ডক্টর চেম্বার এমডি জোবাইর ওসমান, অপারেশন অফিসার আলমগীর সালাম পুলক, হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী, ডাক্তার সোহেল, মোহাম্মদ রাসেল, কামাল সদাগর, ফরিদ আলম সদগর, নুর তাজ ভাত ঘরের মালিক রশিদ সদগর প্রমুখ। উদ্বোধনকালে অতিথিরা বলেন, দোকান কর্তৃপক্ষ কে স্বাগত এবং তাদের ব্যবসায়ীক সফলতা কমানা করেন।
উল্লেখ্য, দোকানে বিভিন্ন দেশের উন্নত মানের মোবাইল ও মোবাইলের যাবতীয় পার্স পাইকারি ও খুচরা মালামাল পাওয়া যাবে। এবং কম খরচে মোবাইল সার্ভিসিং করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com