প্রেস বিজ্ঞপ্তি ;
কক্সবাজারে লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপে ২ জন হি'ন্দু সমপ্রদায়ের তরুনকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) মাঝ রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পুজা মন্ডবে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের একজন সেনা সদস্যকে কক্সবাজারে গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১) এবং ছোটন ধর-(২৩) কর্তৃক (সেভেন আপ) এর বোতলে ম'দ্য'পা'ন করানোর চে'ষ্টা করে। পরক্ষণে সেনা সদস্য বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডবের কমিটিদের অবগত করে। পরবর্তীতে তাদের এক বো'ত'ল ম'দসহ আ'টক করে কক্সবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি জানান- হিন্দু সমপ্রদায়ের মহাৎসবে সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডবে না'শ'ক'তা'র পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com