সংবাদ দাতা
গত কিছু দিন আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন মিডিয়ায়ে সাবরাং এলাকার হেলাল উদ্দীন কে জড়িয়ে যে ভিত্তিহীন মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন, হেলাল উদ্দীন। তিনি জানান, আমি কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের মেধাবী ছাত্র ও সাবরাং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে সাধারণ মানুষ বিব্রত হয়েছে। আমি মনে করি দলীয় কোন্দলের জেরে উদ্দেশ্য প্রনোদিত।যা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন সহ ব্যাক্তির মানের উপরে আক্রমণ। আমি ব্যাক্তিগত ভাবে ওই সমস্ত অপকর্ম কে তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরো জানান, মিথ্যা অপপ্রচার মানুষের জন্য শুভকর নায়। যাকে নিয়ে সংবাদটি সাজানো হয়েছে ওই
ভুক্তভোগী কাদের মিয়ার বড় ভাই আনোয়ার মাঝি বিগত এক সাপ্তাহ আগে লম্বরীর ঘাট থেকে রোহিজ্ঞা আনতে মিয়ানমারে যায় । ট্রলারে থাকা রোহিজ্ঞাদের স্বর্ন ও নগদ টাকা কেড়ে নেয় , খবর পেয়ে ট্রলার মালিক নৌ ঘাটে এসে তাকে ধরে নিয়ে যায়। আনোয়ার মাঝিকে, ৪ লক্ষ টাকা ক্ষতি পূরন দাবী করে ট্রলার মালিক, তার মধ্যে নগদ ২ লক্ষ দিয়ে তাকে নিয়ে আসে তার পরিবার। পরে ২ লক্ষ টাকা ২ দিন পরে দিয়ে দেবে বলে প্রতিশ্রুতি ও দেন । তিন দিন পর আনোয়ার মাঝিকে খুঁজতে এসে না পেয়ে ছোট ভাই কাদের মিয়াকে নিয়ে যায় ট্রলার মালিকের কিছু সন্ত্রাসী বাহীনি । মার ধরের সময় সন্ত্রাসীরা কাদের মিয়াকে বলেন, তোমার বড় ভাই কোথায় দেখিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলবো । সে কথা এলাকার অনেক গন্য মান্য ব্যক্তিদের বুঝিয়েছেন কাদের মিয়া । এখন আমার কিছু শত্রুরা তাকে টাকার বিনিময়ে বিএনপি নেতা হেলাল কে ফাসানোর চেষ্টা চালাচ্ছে । এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জাানচ্ছি।
প্রতিবাদ কারি ….
হেলাল উদ্দীন
সাংগঠনিক সম্পাদক
সাবরাং ইউনিয়ন বিএনপি।
Leave a Reply