সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটি আজ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হয়।
কোডেক প্রধান কার্যালয়ের সিনিয়র ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড এডমিন) মোঃ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে, কোডেকের উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাশের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম।
স্বাগত বক্তব্য দেন কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর শীতল কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, নেকম ইকো লাইফের উপ প্রকল্প পরিচালক ডক্টর শফিকুর রহমান, আরণ্যক ফাউন্ডেশন গ্রীণ লাইফের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।
এ সময় নিসর্গ ক্লাবের ছাত্র-ছাত্রীদের মেরিন ড্রাইভ সংলগ্ন সামুদ্রিক এলাকায় পরিবেশ নষ্টকারী আপদের উপকরণ চিহ্নিতকরণ কর্মসূচী ১৪ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা সম্পন্ন হয়। এছাড়াও আপদমুক্ত বন ও পরিবেশ নিশ্চিতে ছাত্র সমাজের ভূমিকা বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হয়।সভায় প্রধান অতিথি ও বন সংরক্ষক, চট্রগ্রাম অঞ্চল বলেন, বন ও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ আগামীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পাশাপাশি বিভাগীয় বন কর্মকর্তাগণ বন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বলে জানা যায়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com