সংবাদ দাতা কক্সবাজার
কক্সবাজার টেকনাফের নোয়াখালী পাড়ার বাসীন্দা মোঃ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ নাছির আরমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে অপহরণ কারিদের হাত থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন। ওই ঘটনায় তিনি তাৎক্ষণিক কক্সবাজার সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে ২/৩ জন কে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন। গত ২৮ নভেম্বর কক্সবাজার সদর থানার পৌরসভার ১১নং ওয়ার্ডের রেডিয়েন্ট ফিসওয়ার্ল্ডের সামনে উক্ত ঘটনা টি ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, টেকনাফ সাবরাং মৌলভী পাড়ার নুরুল ইসলাম নুরুর ছেলে মোঃ হাসান (৪০), কচুবনিয়ার মোঃ হারেস (৪৫),নুরুল ইসলাম নুরু এর ছেলে মোঃ নুর কবির (২২)ও মোঃ আজিজ (৩০) বিবাদীদের সাথে আমি ভিকটিম দের পূর্ব শত্রুতা ছিল। তাই গত ২৮ তারিকে আমি কক্সবাজারে পাসপোর্টের কাজে জন্য গিয়ে তা শেষ করে শহরে অবস্থান করে ঘোরাঘুরি করি। এমন সময় পূর্ব পরিকল্পিত থাকা আমার বিবাদিরা আমাকে দেখে একটি গাড়িতে জোরপূর্ব উঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আমি তাদের কার্যকলাপ বুঝতে পেরে তাদের সাথে দস্তাদস্তি করে কোন মতে গাড়ি থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে সদর থানা থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করেন। এর আগে আমি পুলিশ কে খবর দিয়েছি জানতে পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তারা সেখান থেকে ছাড় পেয়ে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করলে আমি জীবন রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে ভিকটিম কে উদ্ধার করতে আসা পুলিশ কর্মকর্তা জানান, ( যার মোবাইল নং 01874046535) মোহাম্মদ নাছির আরমান নামের এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে তাকে উদ্ধারের জন্য আবেদন করেন। পরে আমরা এসে তাকে উল্লেখিত ঘটনা স্থল হতে উদ্ধার করি। তাকে আটকে রাখা বিবাদীদের সাথে কথা বলে জানা গেছে পূর্বে পাওনা টাকার বিষয়ে ঘটনাটি সংগঠিত হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com