ফারুকুর রাহমান, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে সিএনজি গাড়ি থেকে ১৮৯৫ পিস ইয়াবা উদ্ধার সহ এক যাত্রীকে আটক করে বিজিবি।
আটককৃত আসামি; বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-২৯/জি, এর মোহাম্মদ হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ খান (১৮)
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলাস্থ দমদমিয়া চেকপোস্টে বিজিবির একটি টহলদল তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি ।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, ০১ ডিসেম্বর দমদমিয়া চেকপোস্টের একটি টহলদল হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির জন্য থামানো হয়। এসময় বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং বিজিডি-১০৮৯ সিপাহি ডগ মেঘলা (ল্যাব্রাডর, মহিলা, মাদকদ্রব্য) যথারীতি তল্লাশি কার্যক্রম শুরু করলে ডগ মেঘলা সিএনজির পিছনে থাকা একজন যাত্রীর শরীরে ক্রমাগত ঘ্রাণ নিতে থাকে এবং সন্দেহমূলক (Suspecious) আচরণ প্রকাশ করে। পরবর্তীতে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা উক্ত যাত্রীকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে লুকায়িত অবস্থায় ১৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া আটককৃত আসামীর নিকট হতে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উল্লেখ্য আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com