নিজস্ব প্রতিবেদক,
টেকনাফ সদরের লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বশির আহমদ আর নেই। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় চট্টগ্রাম নগরীর মেট্রিাপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পুরো উপজেলা জোড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাঁর সকল ছাত্রের কাছে নই শুধু সবার কাছেই একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রামে তাঁর অষ্টম সন্তান, একটি বেসরকারি কোম্পানীর সহকারী মহাব্যবস্থাপক মো. শাহ আজিজের বাসায় ছিলেন অনেক দিন ধরে। স্বাভাবিক সুস্থ মানুষ হঠাৎ গেল মঙ্গলবার অসুস্থ বোধ করায়, নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তাঁর মৃত্যু হয়।
তাঁর ৪০ বছরের কর্মজীবনে সফলতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ২ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি প্রাপ্ত এবং তাঁর বর্ণাঢ্য শিক্ষতা জীবনে অসংখ্য শিক্ষার্থী আলোকিত মানুষ হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ের পাশাপাশি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব দক্ষিণ লেঙ্গুরবিল নিজ গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এদিকে এই মহামূল্যবান প্রাথমিক পাঠশালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্যারের শিক্ষার্থীসহ টেকনাফ উপজেলার বিভিন্ন সংগঠন। পাশাপাশি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সীমান্তের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ ৭১. কম পরিবার।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com